শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারার তাহেরপুর পৌরসভায় পালর্সার নীল রংগের একটি মটরসাইকেল চুরি

বাগমারার তাহেরপুর পৌরসভায় পালর্সার নীল রংগের একটি মটরসাইকেল চুরি

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: 
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় চুরির ঘটনায় সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে। এতে জনমনে চরম উদ্বেগ বেড়ে গেছে। এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চরম অবহেলা ও গাফিলতির কারণে তাহেরপুর পৌর এলাকায় সাত মাসের ব্যবধানে দিনে দুপুরে পায় ৮ টি মটরসাইকেল (বাইক) এবং আটো চার্জার ব্যাটারি ভ্যানগাড়ি ২৫ টিরও বেশি চুরি হয়েগেছে। এসব চুরির ঘটনায় এলাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানাগছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মাষ্টারপাড়া মহল্লার সুরাকুজ্জামান মজনু মন্ডলে ছেলে শহিদুজ্জমান পারভেজ মন্ডল বাজাজ ১৫০ সিসির পালর্সার নীল রংগের একটি মোটর সাইকেল নিয়ে পুরাতন পেয়াজহাটা ঝুন্টুর চা ষ্টোলের সামনে রেখে বাজার করতে যায়। এরপর বাজার করে ফিরে এসে দেখেন তার মটরসাইকেলটি চরি হয়েগেছে। পরে বহু খোজাখুজি করে না পেয়ে পারভেজ মন্ডল বারনই নদির ওপর ব্রীজের পার্শে বুলবুলের দোকানে সিসি ক্যামেরার ফুটেছ চেক করে দেখেন তার মোটর সাইকেলটি চালিয়ে চোর চক্রের এক যুবক রামরামার হ্যাছারির মোড়ের দিকে চলে যাচ্ছে। পরে পারভেজ মন্ডল নিরুপায় হয়ে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগত্র দায়ের করেন। এদিকে,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অনেকে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ নীরব থাকায় চোর সিন্ডিকেটেরা আর বেপোয়ারা হয়ে তাদের চুরি ব্যবসা জোর তালে চালিয়ে যাচ্ছে। সরজমিনে তাহেরপুর হাট এলাকা ঘুরে জানাগেছে,গত চার মাস আগে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থিত ডিএসবির সদস্য মো: কাজিম উদ্দিন তাহেরপুর ডিগ্রি কলেজ মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোর সিন্ডিকেটেরা চুরি করে নিয়েগেছে। এর এক সপ্তহ রুনা ব্যাটারীর মালিক হামিদ হাইস্কুল মসজিদের গেটের সামনে বাজাজের ১০০সিসি ডিকোভার মটর সাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোররা চুরি করে নিয়েগেছে। একই কায়দায় তাহেরপুর পৌরসভার বিভিন্ন অলিগলি থেকে আর তিনটি মটর বাইক চুরি করে নিয়ে যায়। এবং সর্বশেষ গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তাহেরপুর পৌরসভার পুরাতন পেয়াজহাটা ঝুন্টুর চা ষ্টোলের সামনে থেকে বাজাজ ১৫০ সিসির পালর্সার নীল রংগের একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা।

২২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS