মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাঁশ উদ্ধার

রাজশাহীতে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাঁশ উদ্ধার

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার মোহনপুরে একটি পুকুর পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে লাঁশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১১ টার সময় মোহনপুর উপজেলার সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জেলা পরিষদের নতুন পুকুরের পাড় থেকে বিকৃত অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে লাঁশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে লোকজন পুকুর পাড় দিয়ে চলাচল করতে গিয়ে লাঁশ পচা দূর্গন্ধ পায় এবং জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে মোহনপুর থানা পুলিশ ও সিআইডি সহযোগিতার ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা যুবকের লাঁশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মরচুয়ারীতে পাঠানো হয়েছে। এসময় লাশের পাশ থেকে সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে পুলিশ নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, উদ্ধার হওয়া লাঁশের পরিচয় শনাক্ত করা যায়নি। তাঁর বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্ত করার পাশাপাশি তাঁর মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

৭৪ বার ভিউ হয়েছে
0Shares