মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁয় উপকারভোগীদের সাথে সাংসদ হেলালের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় উপকারভোগীদের সাথে সাংসদ হেলালের  মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহাগোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল। এসময় প্রধান অতিথি সরাসরি বিভিন্ন ভাতা নিয়ে উপকারভোগীদের সাথে কথা বলেন। শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, প্রমুখ।  এসময় আত্রাই উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শাহাগোলা ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শাহাগোলা ইউনিয়নের মোট ৪হাজার ৬শত ২৪ জন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি/ভিডব্লিউবি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে।

৪৮ বার ভিউ হয়েছে
0Shares