বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আঃ খালেক শাহ’র মৃত্যু বিভিন্ন মহলের শোক

নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আঃ খালেক শাহ’র মৃত্যু বিভিন্ন মহলের শোক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন স¤পাদক ও হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক শাহ্্ আর নেই। শনিবার (২৮ মে) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি ফুসফুস, লিভার, কিডনী, হার্টের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক শাহ্্’র ২ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক কিছুটা উন্নতি হওয়ায় ৭ মে নিজ বাড়ীতে নিয়ে যায়। ১০ মে পুনরায় অসুস্থ্য হওয়ায় আবারোও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১১ মে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়। ১২ মে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের কেবিনা থাকার পর অবস্থার আরো অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ মে খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার দেখে ঐ তারিখেই আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর আরো অবনতি হলে ২০ মে লাইফ সার্পোটে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ মে রাত ২টায় হার্ডস্ট্রোক করলে চিকিৎসকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে ভোর ৬টার দিকে তিনি মারা যান।

নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুল খালেক শাহ্্’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিভিন্ন মহলের শোক : নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন স¤পাদক আব্দুল খালেক শাহ্্’র মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, আব্দুস সামাদ, নূরুল ইসলাম, সরকার কামাল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।

এছাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সেলিম রেজা ডালিম, জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, কার্যকরী সদস্য নূরুন নবী, রাসিকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক শাহ্্’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS