মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা

ধামইরহাটে উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ মে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিমনা এসিল্যান্ড সিব্বির আহমেদকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকৌশলী আলী হোসেন, শিল্পকলা একাডেমীর অন্যতম সদস্য প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, ছাত্রলীগ নেতা আসিব বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

৯৭ বার ভিউ হয়েছে
0Shares