বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

ধামইরহাটে পৌরসভায় প্রথম বারের মতো প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পৌরসভায় প্রথম বারের মতো প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট পৌরসভার আয়োজনে দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)র কারিগরি সহযোগিতায় ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ, বাস্তবায়ন সহযোগি প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের তত্বাবধানে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়।
১৯ মে সোমবার সকাল ১০ টায় পৌরসভা হলরুমে ধামইরহাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমানের সঞ্চালনায় পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে প্রাপ্ত চাহিদার সমন্বয়ে জলবায়ু সহনশীল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সুষ্ঠ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা করা হয়। পৌরসভার ওয়ার্ডে বিদ্যমান কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করা এবং সভায় উপস্থাপিত হয়। সভায় অংশগ্রহকারীদের নিকট থেকে উক্ত বিষয়সমূহ সম্পর্কিত বাস্তবিক ধারনা গ্রহন এবং সমস্যা থেকে প্রাপ্ত ধারনা কাজে লাগিয়ে বাস্তবসম্মত পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা হয়।
এ সময় ধামইরহাট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা.আশীষ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩ বার ভিউ হয়েছে
0Shares