বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষক নিহত হয়েছে । এ সময় তহিদুল ইসলাম (৭০) নামে আরও এক কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটেছে। হতাহতরা সবাই তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় । বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকেরা আউশ ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তাঁরা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। স্থানীয়রা আরও বলেন, কৃষকেরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। এ সময় আশে পাশের লোকজন আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা। এ সময় তিনি নিহত জমসেদ ও জেহের আলীর পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। মান্দা থানার অফিসার ইনচার্জ (ও’সি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের পরিবার নিহতদের মরদেহ নিয়ে গিয়ে দাফন সম্পন্ন করেছে।

৫৩ বার ভিউ হয়েছে
0Shares