শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নিয়ামতপুরের ইউএনও’কে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ হতে বিদায় সংবর্ধনা প্রদান

নিয়ামতপুরের ইউএনও’কে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ হতে বিদায় সংবর্ধনা প্রদান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আলম মামুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বেলা ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহান সা, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, রতন কুমার

অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুরে উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন যে ভূমিকা রেখেছেন, তা আমরা কখনো ভুলব না। তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার কর্মগুণের কারণে নিয়ামতপুর উপজেলাবাসী তাকে আজীবন মনে রাখবে। পাশাপাশি নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের উন্নয়নে তার অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে সাংবাদিকরা।

প্রসঙ্গত, গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আব্দুল্লাহ আল মামুন যোগদান করেন। তিনি নিয়ামতপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্যান্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনেক সুনাম অর্জন করেন। সম্প্রতি তিনি খাদ্য মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। এর আগে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS