বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে ৩জন চাঁদা উত্তোলনকারীকে গ্রেফতার।।

বগুড়ায় মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে ৩জন চাঁদা উত্তোলনকারীকে গ্রেফতার।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ
মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে ০৩জন চাঁদা উত্তোলনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ  বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শন করিয়া বিভিন্ন যানবাহন হইতে চাঁদা উত্তোলন করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৩/২৪ তারিখ ২০.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ  রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৪৭), পিতা- মোঃ সাত্তার আলী, সাং- বেতগাড়ী, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া, ২। মোঃ মহিদুল ইসলাম (২৯), পিতা- মৃত মজিবর রহমান, সাং- তালোড়া (উত্তরপাড়া), থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া, ৩। মোঃ রিপন (২৬), পিতা- আব্দুল্লাহ, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াগণকে চাঁদাদাবী আদায়ের ০১টি রশিদ বহি, ০১টি টর্চ লাইটসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

১৩০ বার ভিউ হয়েছে
0Shares