বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ায় ৮৩ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিএসসি।।

বগুড়ায় ৮৩ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিএসসি।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ
বগুড়ায় ৮৩ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি।
র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রংপুর হইতে বগুড়া গামী ০১(এক) টি সিএনজিতে আরোহী সেজে ০৩(তিন) জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করিতেছে।

এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭/১২/২০২৩ তারিখ ০৫.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের অন্তর্গত কর্ণপুর (জোড়াগাছা হাট) পাড়াস্থ্য মেসার্স মহুতী ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন

সেসময় ১। মোঃ ফারুক প্রমানিক(৫৪), পিতা-মৃত অছিমুদ্দিন, সাং-নারহট্ট, থানা-কাহালু, ২। মোঃ বাবু(৪২), পিতা-মৃত রহিমুদ্দিন প্রামানিক, সাং-হটিলাপুর, থানা-বগুড়া সদর, ৩। মোঃ সোহেল রানা(৪৭), পিতা-মৃত কোরবান আলী, সাং-শালফা(দক্ষিণপাড়া), থানা-শেরপুর ও সর্বজেলা-বগুড়াগণকে বিশেষ কায়দায় সিএনজি’র সীটের নিচে রাখা একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ৮৩ বোতল ফেন্সিডিল, ০৪ টি মোবাইল, ০৪ টি সীম, ০১ টি সিএনজি, ও নগদ ৫৭০০/- টাকাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানা বগুড়ায় সোপর্দ করা হয়েছে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares