শুক্রবার- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">দুপচাঁচিয়া সারপুকুর আদর্শ যুব সংঘ আয়োজিত প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।।</span> <span class="entry-subtitle">রানীসংখইল বনামগোবিন্দগঞ্জ আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী </span>

দুপচাঁচিয়া সারপুকুর আদর্শ যুব সংঘ আয়োজিত প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।। রানীসংখইল বনামগোবিন্দগঞ্জ আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ
দুপচাঁচিয়া সারপুকুর আদর্শ যুব সংঘ আয়োজিত প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। রানীসংকৈল বনাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী রাণীশংকৈল আজকের খেলায় গাইবান্ধা গোবিন্দগঞ্জ নারী ফুটবল একাডেমি ৪-২ গোলে বিজয় লাভ করেন।

উক্ত খেলা উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম পলাশের সভাপতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ও খেলাটির শুভ উদ্ধোধন করেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক।

সহ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।গুড এনজিওর নির্বাহী পরিচালক হাফিজার রহমান।

 

 

নারিদের ফুটবল খেলায় অংশ নেননি প্রানপ্রিয়
দুপচাঁচিয়া বিআরডিবির পরিচালক মোতালেব হোসেন।
সমগ্র খেলায় কয়েক হাজার দর্শকের সমাগম হলেও কোন পক্ষই গোল করতে সক্ষম হননি।

শেষে খেলার ট্রাই বেকারে ফলাফল নির্ধারিত হয়।
রাণীশংকর ও গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফুটবল একাদশীর মধ্যকার খেলায় গাইবান্ধার শেখ আব্দুর রাজ্জাক ফুটবল একাডেমী ৪-২ গোলে বিজয় লাভ করেন।

 

খেলাটি বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোসাব্বর হাসান ও মুসা মুসা পেজ থেকে সরাসরি লাইভ প্রচার করা হয়।

১৮৫ বার ভিউ হয়েছে
0Shares