শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার ; চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলে জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস/২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদান শেষে বঙ্গবন্ধুর পরিবারের সকলের জন্য মোনাজাত করা হয়। পরে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, বড় পর্দায় গণভবন থেকে প্রচারিত অনুষ্ঠানসূচি উপভোগ, শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ, বয়স ও শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় স্থান অর্যনকারীদের মাঝে পুরস্কার ও উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিন সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ, র‌্যালী ও শেখ রাসেলের জন্মদিনের কেক কর্তণ করা হয়েছে। দলীয় কার্যালয়ে উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।

 

৭৭ বার ভিউ হয়েছে
0Shares