বুধবার- ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিরাজগঞ্জে আগুনে পুড়লো কৃষকের ঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জে আগুনে পুড়লো কৃষকের ঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হলো কৃষকের  ৮৫ হাত দৈর্ঘ্যের একটি টিনসেড বাড়ি। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষকের দাবী।রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চর চন্ডীদাসগাঁতী গ্রামের  কৃষক আমজাদ হোসেনের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চর চন্ডিদাসগাঁতী মৃত জব্বার আলীর ছেলে আমজাদ হোসেনের ৮৫ হাত দৈর্ঘ্যের টিনসেড ঘরের ৯টি কক্ষে স্থানীয় সৈয়দ স্পিনিং মিলের ৯জন শ্রমিক ভাড়া থাকতেন। রোববার সকালে ওই ঘরে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণ করে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, সাড়ে ৮টায় আমরা অগ্নিকান্ডের খবর পেয়েছি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS