শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠানে ভাংচুর

সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠানে ভাংচুর

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ সিলেটের কৃতি সন্তান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২ মার্চ) সিলেটের সারদা হলে অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় উত্তেজিত নেতাকর্মীরা বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।
সুত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা প্রায় ২০০টি চেয়ার ভাঙচুর করে।
৬১ বার ভিউ হয়েছে
0Shares