শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে স্কুলের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা

পার্বতীপুরে স্কুলের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি  : দিনাজপুরের পার্বতীপুরে স্কুলের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকালে উপজেলার হাবড়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।
জানা গেছে, নানা চড়াই উৎড়াই পেরিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার পর কয়েক বছর আগে হাবড়া ইউনিয়নের শিয়ালকোট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি এমপিও ভূক্তি করে সংশ্লিষ্টরা। সম্প্রতি পার্শ্ববর্তী এলাকার (৩৮), মোঃ গোলাম মোস্তফা বাবু (৩২), মোঃ আবু তাহের সরকার (৪৫) নামে তিন ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের জমি নিয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহাদৎ হোসেন এর নেতৃত্বে ৪/৫ জনের একটি দল বিদ্যালয় ঢুকে শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুর পাশাপাশি শিক্ষকদের উপর
হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানের অফিস সহায়ক শাহাজাদা মন্ডল বাধা দিলে তাদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় বিদ্যালয় কর্তৃপক্ষ আহত শাহাজাদা মন্ডলকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় হামলার বিদ্যালয়ের অন্য শিক্ষকরা প্রাথমিকচিকিৎসা নেন। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বানু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৬৫ বার ভিউ হয়েছে
0Shares