শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

পার্বতীপুরে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় পার্বতীপুর উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: হাফিজুল ইসলাম প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আফান আলী ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেশ চন্দ্র পাল। পার্বতীপুরে এবারে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১৯২৫ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ৩২৮০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। শহরের পার্বতীপুর এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেশ চন্দ্র পাল জানান, এবার গোডাউনে ১৬৫৯ মেট্রিক টন চাল ও ৬২২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্দ্ধারন করা হয়েছে।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares