বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজধানীর ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরিফুর রহমান আসিফের গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগে চলছে শোকের মাতম।

রাজধানীর ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরিফুর রহমান আসিফের গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগে চলছে শোকের মাতম।

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী  নোয়াখালী)প্রতিনিধি    রাজধানীর ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায়  নিহত আরিফুর রহমান প্রকাশ আসিফের গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগে চলছে শোকের মাতম।  নিহত আসিফ সেনবাগ উপজেলার ৩  ডমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মইশাই পশ্চিম পাড়া ছয় বাড়িয়া রৌশন ভূঁইয়া বাড়ীর মৃত আবুল খায়েরের  ছেলে ।
নিহত আরিফুর রহমান আসিফ  পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ছিলো সবার ছোট।
সে ঢাকার শান্তিনগরে একটি গ্রিল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলো।  ঘটনার দিন সে কাচ্চি ডাইংযে কাজ করার জন্য গিযেছিলো।
  নিহত আসিফের ফুফাতো ভাই মো: নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে বাড়ী আসার পথে।  আমরা  দাফনের জন্য বাড়ির সামনে তাকিয়া জামে মসজিদের পাশ্বে কবর খোদা হচ্ছে বলে নিশ্চিত  করেন।
 নিহতের লাশ বাড়ি আসার খবরে শতশত নারী পুরুষ লাশ এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাতে দেখা দেখে।
নিহত আসিফের পিতা- মাতা না থাকলেও বাড়ির ও প্রতিবেশীদের আহজারীতে চলছে শোকের মাতম।
২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS