শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় মে দিবস উপলক্ষে  বর্ণ্যাঢ্য র‌্যালি 

জলঢাকায় মে দিবস উপলক্ষে  বর্ণ্যাঢ্য র‌্যালি 

আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বর্ণ্যাঢ্য র‌্যালি, শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার ময়নুল হক, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু ও অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমুখ। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর নেতৃত্বে শ্রমিক ঐক্য পরিষদের এক বিশাল শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। অপরদিকে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে একটি র‌্যালি বাস টার্মিনাল থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষে র‌্যালিসহ বিভিন্ন কর্মসুচি পালন করে।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS