বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দুই মাদকসেবীর কারাদন্ড

সেনবাগে দুই মাদকসেবীর কারাদন্ড

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির ৫নং ওয়ার্ড ডমুরুয়া গ্রামে শহীদ উল্লাহ ছেলে শাহাদাত হোসেন (৩১) ও মৃত করিম মিয়ার ছেলে আবুল কাশেম (৪০) নামে মাদকসেবীকে থানা পুলিশের সহযোগীতায় হাতেনাতে আটক করে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ জাহিদুল ইসলাম। মঙ্গলবার সকালে এ দন্ডাদেশ প্রদান করে দুইজনকে কারাগারে প্রেরণের জন্য সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সকারী কমিশনার (ভুমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন- উপজেলার ডমুরুয়া ইউপির ৫নং ওয়ার্ড ডমরুয়া গ্রাম থেকে দুই মাদকসেবী শাহাদাত ও আবুল কাশেমকে থানা পুলিশের সহযোগীতায় হাতেনাতে আটক করা হয়। পরে তারা আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা করে জরিমানা করা হয়। বিকেল তাদেরকে নোয়াখালী কারাগারে প্রেরণ করা হয়।

৬৯ বার ভিউ হয়েছে
0Shares