শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আদমদীঘিতে ছিনতাইকারির আঘাতে প্রাণ গেল আহত অটোভ্যান চালকের।।

আদমদীঘিতে ছিনতাইকারির আঘাতে প্রাণ গেল আহত অটোভ্যান চালকের।।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারিদের আঘাতে আহত রুবেল হোসেন (৩০) নামের এক ব্যাটারি চালিত অটোভ্যান চালক নিহত হয়েছে। গত রোববার (২৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত অটোভ্যান চালক রুবেল হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
স্থানীয়রা জানায়, রুবেল হোসেন ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ী ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত শনিবার (২৭ জানুয়ারী) সন্ধ্যার আদমদীঘি বাজারে তার মহাজনকে অটোভ্যানের ভাড়ার টাকা দিয়ে অটোভ্যান নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৮টায় সে মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর নামক স্থানে পৌঁছিলে ৪/৫জন ছিনতাইকারি তার অটোভ্যানের গতিরোধ করে মারধরে মারত্মক আহত অবস্থায় ফেলে রেখে অটেভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে আহত রুবেল হোসেনকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন গত রোববার রাত ৮টায় তিনি বগুড়া শজিমেকে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহত রুবেল হোসেনের স্ত্রী জেসমিন আরা বিষয়টি নিশ্চিত করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের হয়েছে বলে জানান।

৩৫ বার ভিউ হয়েছে
0Shares