শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বীরগঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠ প্রাঙ্গনে গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারী সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোদাদাদ সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ এর সিডিপি প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান, সিডিসি চেয়ারপারসন প্রফুল্ল কর্মকার, সিডিসির সহ-সভাপতি চঞ্চলা শর্মা, সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ভলানটিয়ার লিডার সামিরা আখতার, কৃষ্ণ রায়, সিমাত্ত চিসিম ।

আলোচনা সভা শেষে অতি দরিদ্র, এতিম, প্রতিবন্ধী, ভিক্ষুক, বাল্যবিবাহের ঝুকিতে থাকা কিশোরী সহ ৪৫০ পরিবারের মধ্যে প্রত্যেকে ডাল ২ কেজি, চিনি ১ কেজি, মরিষার তৈল ২ লিটার, দুধ-১ কেজি, মাম পট-১টি , লোসন ১টি, মেরিল পেট্রলিয়াম জেলি ১টি, মেরিল সাবান ১ পিচ, স্মাট টিফিন বক্স ১টি প্রদান করা হয়।

এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS