শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে আরবিতে আল্লাহু লেখা সম্বলিত মাংসের খন্ডের দেখা মিলেছে

বিরলে আরবিতে আল্লাহু লেখা সম্বলিত মাংসের খন্ডের দেখা মিলেছে

 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) ; বিরলে আরবিতে আল্লাহু লেখা সম্বলিত মাংসের খন্ড দেখা মিলেছে। কোরবানীকৃত পশু (গরু) এর সংরক্ষিত মাংস রান্না করার সময় কুদরতি এ বিষয়টি নজরে আসে।

শুক্রবার সকালে বিরল পৌরশহরের বর্ম্মপুর/চকভবানী গ্রামের আনোয়ার হোসেন (পত্রিকা সরবরাহকারী) এর বাড়ীতে রান্না করার সময় মাংসের একটি খন্ডে এপিঠ ওপিঠে আল্লাহু লেখা সম্বলিত মাংসের টুকরা দেখতে পান তাঁর স্ত্রী। এ সময় ওই মাংসের খন্ডটি পাতিল থেকে তুলে তিনি ফ্রিজে পূণরায় সংরক্ষণ করেন এবং স্বামীকে জানান। কিছুক্ষণের মধ্যে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারলে একে একে একপলক মাংসের খন্ডটি দেখার জন্য ভীড় করতে থাকে অনেকে।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS