মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বিরলে ইএসডিও এর আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরলে ইএসডিও এর আয়োজনে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিরলে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেমন (ইএসডিও) এর আয়োজনে হেকস/ইপার এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী ইএসডিও প্রেমদীপ বিরলস্থ কার্যালয়ে প্রমোশন অফ রাইটস অফ এথনিক মাইনোরিটি এ্যান্ড দলিতস ফর ইমপ্রæভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) এর মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিরল প্রেস ক্লাব ও হামেরা দিনাজপুরিয়া সংগঠন (এইচডিএস) এর সভাপতি এম এ কুদ্দুস সরকার।
ইএসডিও প্রেমদীপ প্রকল্প সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকীন এর সঞ্চালনায় সভায় দিনাজপুর সদর এ্যাডভোকেসী ফোরাম সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক আলবিনুস টুডু, সদস্য বিশ্বনাথ সিং, সদস্য শিউলী কড়া, বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান, মানবাধিকার কল্যান ট্রাস্ট এর উপজেলা সহ-সভাপতি ফয়জার রহমান, নারী ক্লাবের সভাপতি সুলতানা ইয়াসমিন রুমন, এইচডিএস এর কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, সাংবাদিক আতিউর রহমানসহ গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিরলের হালজায়, আছুটিয়া, রঘুদেবপুর ও বিষ্ণপুর আদিবাসি কমিউনিটির  মর্যাদাপূর্ণ জীবন যাপনে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS