শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের উপর জোরপূর্বক ট্রান্সমিটার স্থাপনের অভিযোগ

কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের উপর জোরপূর্বক ট্রান্সমিটার স্থাপনের অভিযোগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের উপর জোর পূর্বক ট্রান্সমিটার স্থাপনের অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মোছাঃ লাভলী বেগম  হতদরিদ্র ও অসহায় ব্যক্তি। তাহার বাসস্থান না থাকায়। প্রধানমন্ত্রী উপহার হিসেবে একটি ঘর বরাদ্দ পান। সেই ঘরে দুই সন্তানকে বসবাস করে আসছে। কিন্তু  দুঃখের বিষয় বরাদ্দ প্রাপ্ত ঘর সংলগ্ন একটি বিদ্যুৎ পোল ও ট্রান্সমিটার সংযোগ রয়েছে (এরিয়া নয়ারহাট, কুড়িগ্রাম সদর)। যার পোল নং- কট২-৪উ.২৯৫.২.১ একই গ্রামের মোঃ আব্দুস ছালাম, পিতাঃ মোঃ মজিবর রহমান, গ্রামঃ বেগমগঞ্জ, ইসলামপুর, ডাকঘরঃ খুঁদিরকুটি, ইউনিয়নঃ বেগমগঞ্জ, উপজেলাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম চক্রান্তমূলক বিদ্যুৎ অফিসের কর্মকর্তা/কর্মচারীকে ভুল বুঝিয়ে উল্লেখিত বিদ্যুৎ পোলের উপর পুনরায় আরএকটি ট্রান্সমিটার স্হাপন করেন এবং বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। উক্ত ট্রান্সমিটার ¯স্হাপন করায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছে । এ বিষয়ে প্রতিকার চেয়ে গত ৩১/১২/২০২৩ইং কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ও একই তারিখে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের ডকেট নং- ৩৭৩২, তাং- ৩১/১২/২০২৩ ইং। যার স্মারক নং- ২৯/২৪, তাং- ১৫/০১/২০২৪ইং উলিপুর ডিজিএম কে সেচ প্রকল্প বন্ধ করার নির্দেশ প্রদান করেন। কিন্তু গত ১৩/০১/২০২৪ইং আনুমানিক বিকাল ৫টায় বিদ্যুৎ কর্মচারী পরিচয়ধারী সহ অজ্ঞাত পরিচয় ৮/১০ ব্যক্তি উক্ত পোলে জোরপূর্বক ট্রান্সমিটার স্হাপন করে সেচ প্রকল্প চালাচ্ছেন
 ভুক্তভোগী পরিবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দাবি জানিয়েছে।
৩০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS