শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালী পৌরসভার উন্নয়নের চাবি তুলে দিলেন মেয়র

মধুখালী পৌরসভার উন্নয়নের চাবি তুলে দিলেন মেয়র

শাহজাহান হেলাল,(ফরিদপুর)জেলা প্রতিনিধি ২৭ জানুয়ারী ২০২৪খ্রিঃ শনিবার : ফরিদপুরের মধুখালী পৌরসভার উন্নয়নের প্রতীক স্বর্ণের চাবি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমানের হাতে তুলে দিলেন পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান লিমন। এ সময় মন্ত্রীও পৌরসভার উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করে বক্তব্যে বলেন মধুখালী পৌরসভাকে দৃষ্টি নন্দন পৌরসভায় রুপান্তর করা হবে।

২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মৎস্য ও প্রাণিজসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃআব্দুর রহমান বলেন ১০ বছর জাতীয় সংসদের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে মধুখালী বাসীর টুঙ্গিপাড়া মাজারে যাবার জন্য রেল লাইন চালু করার ব্যবস্থা করেছি। চন্দনা নদী পুনঃখনন, ঘরে ঘরে বিদ্যুৎ, মধুখালী পৌরসভা, হাসপাতালকে ৫০ শয্যয় উন্নতি, ফায়ার স্টেশন চালু করেছি। মধুখালীর উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামীতে মধুখালী থেকে রেলে ঢাকা যেতে পারে সে ব্যবস্থা করা হবে। মধুখালীকে নগরে রুপান্তর করে পৌরসভাকে দৃষ্টি নন্দন কারারও ঘোষণা দেন । মধুখালীকে মাদক, সন্ত্রাস মুক্ত করারও প্রত্যয় ব্যক্ত তরেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, অনেক ষড়যন্ত্র আছে। নির্বাচনের আগেও ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনের পরেও ষড়যন্ত্র চলছে। তবে যতো ষড়যন্ত্র হয়েছে এ পর্যন্ত সব ষড়যন্ত্রকে জয় করেই শেখ হাসিনার বিজয় হয়েছে। মধুখালী পৌরপিতা খন্দকার মোরশেদ রহমান এ প্রতিনিধিকে বলেন মধুখালী পৌরসভার প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর রহমান,পৌরসভার উন্নয়নের প্রতীকী স্বর্ণের চাবি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান এর হাতে তুলে দিয়েছি পৌরবাসীর পক্ষ থেকে। তিনি বিগত দিনে পৌরসভার যথেষ্ট উন্নয়নে ভূমিকা রেখেছেন। আগামীতে পৌরসভাকে মডেল ও দৃষ্টি নন্দন গড়ে তুলতে তার হাতে উপহার স্বরুপ স্বর্ণের চাবি তুলে দিয়েছি।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS