শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা

মধুখালীতে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১১ জানুয়ারী ২০২৩খ্রিঃ বুধবারঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে দু‘দিন ব্যাপি ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

১১ জানুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল আকনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুধী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ।উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীসহ গন্যমাণ্য ব্যক্তিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS