বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে ইফতার আয়োজন

নাটোরে সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে ইফতার আয়োজন

ইসাহাক আলী, নাটোর, ১১ এপ্রিল-নাটোরে সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের বঙ্গজল এলাকায় রানী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে স্বেচ্ছসেবী সংগঠন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের আয়োজনে সততা স্পেশালাইজড হাসপাতালের সহযোগিতায় এই ইফতার আয়োজন করা হয়। সমাজের মূল ধারার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য মানুষের সাথে এক টেবিলে বসে বাহারী ইফতার আয়োজনে অংশ নিতে পেরে খুশি হয় কোমলমতি শিশুরা।

এ সময় আয়োজকরা বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের সমাজেরই একটা অংশ। তাদের বাদ দিয়ে সমাজের সামগ্রিক উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। সকলের উচিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকা।

৫ম বারের মত ৮০ জন শিশুকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সৈকত, সাধারন সম্পাদক সুষ্ময় দাসসহ সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

২০৫ বার ভিউ হয়েছে
0Shares