শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কলমাকান্দায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকােনার কলমাকান্দা উপজেলায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি  মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে ।
ওই মিছিলে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর  মুক্তিযোদ্ধা  আনােয়ার হােসেন আজাদ  ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন,  সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান মিজান , নির্মল কর, কাজল দে সরকার , মো. মােস্তাফিজুর রহমান চয়ন,  উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান সেলিমসহ  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS