বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার দুর্গাপুরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ-চৌরাস্তা সড়কের সনারকান্দা গ্রামে শনিবার দুপুরের দিকে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় নুসরাত বেগম নামের ১১ মাস বয়সী এক শিশু নিহত ও আঞ্জুয়ারা বেগম (৮) নামক এক শিশু আহত হয়েছে। নিহত নুসরাত বেগম সনারকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ বছরের শিশু আঞ্জুয়ারা বেগম (সম্পর্কে ফুফু) শনিবার দুপুরের দিকে শিশু নুসরাতকে কোলে নিয়ে বাড়ির পাশের সড়ক পাড় হওয়ার জন্য হঠাৎ দৌঁড় দেয়। এ সময় এক

টি দ্রæতগামী অটোরিক্সা তাদেরকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু নুসরাতকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS