শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের বিজয়

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিকের বিজয়

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয় হয়েছেন। তিনি জাতীয় পার্টির প্রতিদ্ব›দ্বী প্রার্থী বর্তমান জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন। তিনি জাপার চেয়ারম্যান জিএম কাদেরের ভাগনে। গত রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১৬৯টি ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক কাচি প্রতীকে ৬৯ হাজার ৯১৪টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোখছেদুল মোমিন ট্রাক প্রতীকে ৪৫ হাজার ৩০১ ভোট পান। জাতীয় পার্টির জোট প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙল প্রতীকে ৪১ হাজার ৩১৩ ভোট পান। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারী-৪ আসনে সাতজন প্রতিদ্ব›দ্বীর মধ্যে কাঁচি প্রতীকে সিদ্দিকুল আলম সিদ্দিক সর্বোচ্চ ৬৯ হাজার ৯১৪ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

 

১২৮ বার ভিউ হয়েছে
0Shares