শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পটুয়াখালী প্রতিনিধি।।ঢাকা-দশমিনা চেয়ারম্যান পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী সানকিপুর গ্রামের মঞ্জুর আলম মেলকার ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায়৷ দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকায় চেয়ারম্যান পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে যাত্রীবাহী পরিবহনে থাকা যাত্রাীরা ও স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত মঞ্জুর আলম দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী সানকিপুর গ্রামের মৃত্যু মতলেব কেরানির বর ছেলে। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৫বছর। মৃতকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় মেলকার বাড়ির উত্তর পাশে মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে, জাতীয় সংসদ সদস্য ও  সরকার দলীয় প্রার্থী এসএম শাহজাদা সাজু এমপি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবির মহাপরিচালক লে. জেনারেল (অব.) আবুল হোসেন, দশমিনা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর শোক যাপন করছেন।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS