বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
গাবতলীতে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন।।

গাবতলীতে নারী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন।।

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গতকাল সোমবার বগুড়ার গাবতলী সরকারি কলেজ মাঠে জেলাভিত্তিক ৬দিনব্যাপী নারী ফুটবল প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউনিসেফ এর অর্থায়নে প্রশিক্ষণটির আয়োজন করেন জেলা ক্রীড়া অফিস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা। জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফ এর প্রতিনিধি লায়লা ইয়াসমীন। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি মুজিবুর রহমান লজিক, টিম ম্যানেজার নুরুল আজম, বিশিষ্ট ফুটবল খেলোয়ার নাছের মাহমুদ মানিক প্রমুখ।

১২৮ বার ভিউ হয়েছে
0Shares