মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে করনীয় শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খান। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি সাদেকুল আরেফিন মাতিন ও গেস্ট অব অনার ডিরেক্টর প্রোগ্রাম, ব্র্যাক ইন্টারন্যাশনাল, অফ্রিকা মিস আন্না মিনজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম, পিপিএম, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ ও উপপরিচালক স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্রনাথ উরাও। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে কসবা ইউনিয়নের ৩৯, ফতেপুর ইউনিয়নের ২৮, নাচোল ইউনিয়নের ৩৯ ও নেজামপুর ইউনিয়নের ৩৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সেইসাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ২০জনসহ মোট ১৬১জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। অপরদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে ১ম থেকে ৫ম শ্রেণীর ১০০জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫০০টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৫২জনের প্রত্যেককে ৬০০০টাকা ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর ২৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯৫০০ টাকার শিক্ষা বৃত্তির নগদ টাকা বিতরণ করা হয়েছে। এবছর নাচোল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৭৮ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ২৫ লাখ টাকার শিক্ষা সহায়তা উপকরণ ও শিক্ষা বৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares