শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁ-২ আসনে ৬ স্বতন্ত্র প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল!

নওগাঁ-২ আসনে ৬ স্বতন্ত্র প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল!

ইখতিয়ার উদ্দীন আজাদ, পতœীতলা (নওগাঁ): দ¦াদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা প্রার্থীদের ঋণ খেলাপী হওয়া, মামলার তথ্য গোপন রাখা, সংসদীয় এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত সমর্থকসূচক তালিকায় ক্রটিযুক্ত স্বাক্ষরসহ বিভিন্ন অসঙ্গতির কারণে তাদের মনোনয়ন বাতিল করেন।

নওগাঁ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাতিলকৃতরা হলেন- জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. আমিনুল হক, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য প্রকৌশলী এইচ.এম আখতারুল আলম, জেলা জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আইয়ুব হোসেন, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস, মো.আজিজার রহমান ও মো. মেজবাহুল আলম।

মনোনয়নপত্র বৈধ তালিকায় রয়েছেন বর্তমান সাংসদ শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাড. তোফাজ্জল হোসেন, জাকের পার্টির এস.জে.এম.আর ফারুক।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS