শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

মধুখালী মধুছন্দা সিনেমা হল ঈদের বরবাদ ব্যবসায় খুশি হল মালিক

মধুখালী মধুছন্দা সিনেমা হল  ঈদের বরবাদ ব্যবসায় খুশি হল মালিক

শাহজাহান হেলাল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৫খ্রি.  সিনেমা এখন ঈদ কেন্দ্রিক। সারা বছর খালি থাকলেও ঈদের সময় দর্শকে মুখর হয়ে ওঠে হলগুলো। তবে গত কয়েক বছর রোজার ঈদের সিনেমা গুলোতে আশানুরূপ সাফল্য মেলেনি। ‘প্রিয়তমা’ ‘পরাণ’, ‘তুফান’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলো মুক্তি পেয়েছে শেষ কোরবানির ঈদে। এবার সেই খরা বুঝি কাটল। রোজার ঈদে মুক্তি পাওয়া ছয়  সিনেমার মধ্যে বরবাদ সফল ব্যবসা করছে। প্রথম দিন থেকে হলে ভিড় বেড়েছে দর্শকের। মুক্তির ২৫ দিন পেরিয়ে গেলেও হলে চলছে বরবাদ।

রোজার ঈদে মুক্তি পওয়া সিনেমার মধ্যে ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’, ‘জংলি’, ‘দাগি’, ‘চক্কর ৩০২’ ও ‘জ্বীন থ্রি’। সবচেয়ে বেশিসংখ্যক হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বরবাদ। মধুখালী মধুছন্দা সিনেমা

 হলের ম্যানেজার মোঃ অলিয়ার রহমান জানান সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বরবাদ সিনেমাটি। হলের সংখ্যায় এরপরেই ছিল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মা। এই ঈদে দর্শক খরা কিছুটা কাটিয়ে বরবাদ সিনেমা প্রযোজকদের পাশাপাশি হাসি ফুটেছে হল মালিকদের মুখে।

মধুছন্দা সিনেমা হলের স্বত্বাধিকারী মোঃ জালাল জানান, ‘ঈদের সিনেমা নিয়ে হল মালিকেরা সন্তুষ্ট। প্রায় সব প্রেক্ষাগৃহ দর্শক উপস্থিতি ভাল। আমরা আনন্দিত। এবারের ঈদের ছুটি বেশি থাকায় দর্শক
নতুন ভাবনা তৈরি করুন, ভালো গল্প উপহার দিন, দর্শক অবশ্যই হলে যাবে।’

১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS