বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বতীপুরে বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুরে বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরের বছির বানীয়া বাজার সরদার পাড়ার বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মোঃ সাইফুর রহমান। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোঃ শাহিনুর আলম ও কোচিং পরিচালক শ্রী সুদেব কুমার মোহন্ত।

অনুষ্ঠানে স্কুলের ২৮০ জন ছাত্র ছাত্রীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্কুলের ছাত্র ছাত্রীরা।

উল্লেখ্য ২০০৭ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে বর্তমানে ৪১০ জন ছাত্র ছাত্রী অধ্যায়নরত রয়েছে। শিক্ষক শিক্ষিকা রয়েছে ২৯ জন।পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

৩৪৩ বার ভিউ হয়েছে
0Shares