সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নবীগঞ্জে যৌতুক মামলায় ২ স্বামীর ৬ বছর কারাদণ্ড

নবীগঞ্জে যৌতুক মামলায় ২ স্বামীর ৬ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক দুইটি নারী নির্যাতন ও যৌতুক মামলায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গল ও বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. মোস্তফা মিয়া।

পেশকার ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার সাকোয়া গ্রামের মৃত সাহেব আলীর কন্যা রাজিবা বেগমের নিকট একই গ্রামের মৃত হাফিজ মিয়ার পুত্র আশিক মিয়া (৪০) গত ২০১৯ সালের ১৭ জুন ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালায়।

এ ঘটনায় রাজিয়া খাতুন বাদি হয়ে মামলা করলে বুধবার বিচারক সাক্ষি প্রমাণ শেষে আশিক মিয়াকে দোষী সাবস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় প্রদানকালে আশিক মিয়া আদালতে উপস্থিত ছিলো।

এছাড়া একই উপজেলার বদরদী গ্রামের তাজুল ইসলামের পুত্র ফয়সল মিয়া বড় আলীপুর গ্রামের সমরাজ মিয়ার কন্যা সুলতানা আক্তারের নিকট ২০১৮ সালের ৬ আগষ্ট আড়াই লক্ষ টাকা যৌতুক দাবি করে। অন্যথায় তাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

এ ঘটনায় মামলা করলে বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে একই দণ্ডাদেশ দেন। তবে রায় প্রদানকালে ফয়সল মিয়া পলাতক ছিলো। উভয় বাদি রায়ে সন্তোষ্ট হয়েছেন বলে জানা গেছে।

৯৪ বার ভিউ হয়েছে
0Shares