শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাত পোহালেই ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন

রাত পোহালেই ঐতিহ্যবাহী রানাপিং মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ রাতের রজনী শেষ হলেই শুরু হবে সিলেটের প্রথম ঐতিহ্যবাহী দ্বীনি দরছগাহ “ঢাকা উত্তর রাণাপিং আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসার ৯৩’তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। ইতিমাধ্যে ইসলামী দ্বীনি বিদ্যাপীঠ রানাপিং মাদরাসার ইসলামী মহাসম্মেলন-এর সকল প্রস্তুতি ইতিমাধ্যে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫/০২/২০২৩) জামেয়া ময়দানে দিবারাত্রী’র ইসলামী মহা-সম্মেলনে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা এহিয়া মাহমুদ কাসিমী (ঢাকা)।নতুন বাগ ঢাকা মাদরাসার শায়খুল হাদীস ডা: মাওলানা হাফিজ গোলাম মহি উদ্দিন একরাম। মুফতি রফি উদ্দিন মাহমুদ নুরানী, ঢাকা।  মুফতি মাহবুবুর রহমান ভিন্নুরী আল কাসিমী, ঢাকা)।
দারুল হুদা সিলেট মাদরাসার মাওলানা সিরাজুল ইসলাম।  ধনুকান্দী মাদ্রাসার মুহতামীম মাওলানা মোস্তাক আহমদ খান। রাজাগঞ্জ মাদ্রাসা’র মুহতামীম মাওলানা মমতাজ উদ্দিন (বড়দেশী)।কৌড়িয়া আববাসিয়া মাদ্রাসা’র সাবেক মুহাদ্দিছ মুফতি শরীফ উদ্দিন কাসিমী (বড়বন্দি)।
এছাড়াও ইসলামী মহা-সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণকে উপস্থিত হয়ে মহা সম্মেলনকে সাফল্যমন্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
৩৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS