মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনাামূলেঢ় উফশী বরো ধানের বীজ ও সার বিতরন

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনাামূলেঢ় উফশী বরো ধানের বীজ ও সার বিতরন

মোরেলগঞ্জ ( বাগেরহাট )  প্রতিনিধিঃ  বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে উফশী বরো ধানের বীজ ও সার বিতরন বিতরণ করেছে মোরেলগঞ্জ  উপজেলা কৃষি অফিস।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ  ভবন   চত্বরে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায়  ৪ হাজার দুই  শত বিরানব্বই  জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন  মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক  সুলতান, উপজেলা পরিষদ ভাইচ-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা ছাবুল,   উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপ-সহকারী    কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জাকির হোসেন  প্রমুখ।  উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, উফসী বোরোধান উচ্চ ফলনশীল ধান। এই ধান চাষে কৃষক লাভবান হবে। তাছাড়া আপনারা সর্বক্ষনিক আমাদের কৃষি কর্মকর্তা ও ইউনিয়নে দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সংগে আপনাদের সুবিধা, অসুবিধা নিয়ে আলোচনা করে সমাধান করবেন।

২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS