বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ 

কুড়িগ্রামে অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে একুশে পদকে ভূষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এর নেতৃত্বে সোমবার (১৩ নভেম্বর) সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘উন্নয়ন ও গণতান্ত্রিক অভিযাত্রায় নৌকা মার্কায় ভোটদিন, অসাংবিধানিক সরকার কায়েমের ষড়যন্ত্র, অবরোধ  ও নৈরাজ্যের বিরুদ্ধে ” আইনজীবীদের বিক্ষোভ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালতের সামনে এসে শেষ হয়।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খুরশিদ আলম, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, অ্যাডভোকেট জহির উদ্দিন আহমেদ প্রমুখ।

৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS