শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে আটক চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে বিস্ফোরক মামলায় কারাগারে

রাজশাহীতে আটক চিকিৎসক ফাতেমা সিদ্দিকাকে বিস্ফোরক মামলায় কারাগারে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকাকে আটকের পর আরএমপির শাহ মখদুম থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে চলতি বছরের মে মাসে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদ শেষে এ চিকিৎসককে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রামের বাড়ি থেকে তাকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। জানা গেছে, বেশ কয়েক বছর আগে সরকারি চাকরি ছেড়ে দেন ডা. ফাতেমা সিদ্দিকা। সেই সময় থেকে তিনি রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে অধ্যাপনার পাশাপাশি ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়মিত রোগী দেখতেন। পরে রাজশাহী গড়ে তোলেন মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার অ্যান্ড হাসপাতাল। সেখানেই রোগী দেখতেন ডা. ফাতেমা সিদ্দিকা। এরপর গত ২৩ মে শাহ মখদুম থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।এবিষয় মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকার বাড়িতে জামায়াতের গোপন বৈঠকের খবরে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে তিনি জামায়াতের সাংগঠনিক তহবিলে বিপুল পরিমাণ অর্থ জোগান দেন বলে অভিযোগ ছিল। থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতাও মিলেছে।

২৫ বার ভিউ হয়েছে
0Shares