শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বাঘায় ঈগল বাস কাউন্টার থেকে ফেন্সিডিল উদ্ধার,মাস্টার আটক

বাঘায় ঈগল বাস কাউন্টার থেকে ফেন্সিডিল উদ্ধার,মাস্টার আটক

বাঘা (রাজশাহীর) : রাজশাহীর বাঘায় ঈগল বাস কাউন্টার থেকে ১১০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে ডি.বি পুলিশ। এ সময় পুলিশ বাস মাস্টার আবুল হোসেনকেও আটক করেন। গতকাল রাতে বাঘা পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা গামী ঈগল কাউন্টার থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রাজশাহী ডি.বি পুলিশের একটি মুখপাত্র জানান, বাঘার বাসমাস্টার আবুল হোসেন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত । এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৮ টার সময় তারা বাঘা হতে ঢাকা গামী পুরাতন বাস টার্মিনালে অবস্থিত ঈগল কাউন্টারে অভিযান পরিচালনা করেন । এ সময় স্থানীয় লোকজনের সামনে একটি বস্তায় ১১০ বোতল ফেন্সিডিল সহ বাস মাস্টার আবুল হোসেনকেও আটক কনের তাঁরা।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান এ সংক্রান্তে রাজশাহী ডিবি পুলিশের পক্ষ থেকে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রজু করা হয়েছে। আমরা সকালে আটককৃত বাসমাস্টারকে আদালতে প্রেরণ করেছি।

৩০ বার ভিউ হয়েছে
0Shares