মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তানোরে ওসি কামরুজ্জামানের জোরালো অভিযানে কমেছে বাল্য বিয়ে মাদকের ভয়াবহতা !

তানোরে ওসি কামরুজ্জামানের জোরালো অভিযানে কমেছে বাল্য বিয়ে মাদকের ভয়াবহতা !

সারোয়ার হোসেন,তানোর: পুলিশ জনতা,জনতাই পুলিশ’স্লোগানকে বাস্তব রুপ দিয়েছেন রাজশাহীর তানোর থানার বর্তমান অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া। তানোর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে একযোগে শুরু করেন মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে অভিযান ও বাল্য বিবাহর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে প্রচার প্রচারণা। এমনকি যে কেউ পুলিশকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে তার নাম প্রকাশ না হওয়ায় আরো আস্থা ফিরেছে তানোর থানা পুলিশের উপর। এছাড়াও থানার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধে এলাকাজুড়ে প্রতিনিয়ত প্রচার মাইকিং,লিফলেট বিতরণ করাসহ নিয়মিত পুলিশ কমিউনিটির সদস্যদের সাথে উঠান বৈঠকের মাধ্যমে গণসচেতনতা গড়ে তোলা হচ্ছে। গ্রামের পাড়া মহল্লা পর্যায়ে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ কমিটি গড়ে তোলায় শতকরা ৯০ভাগ মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ হয়েছে। এতে করে পুলিশ যে জনগণের বন্ধু তা জনসাধারণ কে বোঝাতে সক্ষম হয়েছে তানোর থানার চৌকস পুলিশ বাহিনী। তানোর পৌর এলাকার কুখ্যাত মাদক পাড়া হিসেবে পরিচিত ঠাকুর পুকুর গ্রাম। অথচ আজ সেই পাড়াতে দিনের পর দিন রাতের পর রাত অভিযান চালিয়ে মাদক নির্মুল করেছে তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া। পৌর এলাকার বেশ কয়েকজন ব্যাক্তিরা জানান, তানোরে যেভাবে মাদকের ছড়াছড়ি হয়েছিল তাতে উর্তি বয়সের ছেলে মেয়ে নিয়ে চরম আতংকের মধ্যে থাকতে হতো প্রায় অভিভাবকদের। কিন্তু এখন আগের তুলনায় অনেক অনেক ভালো অবস্থানে রয়েছে তানোর। আগের মতো তেমন আর মাদকের দৌরাত্ম দেখা যায়না,কমে গেছে চুরি ছিন্তায়। যার কারণে আগের তুলনায় অনেক বেশি স্বস্থির  মধ্যে রয়েছে অভিভাবকরা সহ জনসাধারণ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন,পুলিশ হচ্ছে জনগণের সেবক এতে কোন বিকল্প নেই। রাজশাহী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা সারাক্ষণ তানোর থানার আনাচে-কানাচে কঠোর নজরদারিতে জনসাধারণের নিরাপত্তা জোরদার রেখেছি । আমি যতদিন তানোর থানায় থাকবো ততদিন কোন মাদকের ভয়াবহতা সৃষ্টি হতে দিবনা। পাশাপাশি জনসাধারণের মধ্যে সাধারণ অপরাধ সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সোচ্চার থাকবো। এছাড়াও ওসি কামরুজ্জামান মিয়া বলেন, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ কমিটি। তাই অপরাধ মূলক কোনকিছু দেখা মাত্রই পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তানোরের জনসাধারণের উদ্দেশ্যে আহবান জানান তিনি।
৬৭ বার ভিউ হয়েছে
0Shares