শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীর বাঘায় জামায়াতের পৌর: আমিরসহ গ্রেপ্তার-৪

রাজশাহীর বাঘায় জামায়াতের পৌর: আমিরসহ গ্রেপ্তার-৪

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী অফিস:

রাজশাহী জেলার বাঘায় জামায়াতের পৌর আমিরসহ বিএনপি-জামায়াত সমর্থিত ৪ জনকে আটক করেছে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা পৌর জাায়াতের আমির সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, চকছাতারি গ্রামের আব্দুল মান্নান, মর্শিদপুর গ্রামের রুবেল হোসেন, আশরাফপুর গ্রামের আকরাম হোসেন।

প্রাইভেট কার পোড়ানোর ঘটনায় বাঘা থানায় দায়ের করা মামলায় সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল মান্নান ও রুবেল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আকরাম হোসেনকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৩১-১০-২০২৩) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আগের দিন সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে বিষ্ফোরক আইনের মামলায় ৪ জন ও প্রাইভেট কার পোড়ানো মামলায় বিএনপি-জামায়াতের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বাদি পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পরিদর্শক (ওসি তদন্ত) সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াতের ৩দিনের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

৫৫ বার ভিউ হয়েছে
0Shares