শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মোহনপুরে রাজশাহী জেল খানার গম বিক্রির সময় হাতেনাতে জব্দ করেন পুলিশ

মোহনপুরে রাজশাহী জেল খানার গম বিক্রির সময় হাতেনাতে জব্দ করেন পুলিশ

রতন মাস্টার মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভায় জেল খানার গম বিক্রির সময় জব্দ করেছে থানা পুলিশ।
জানা যায়, আজ ৪ই মার্চ শনিবার বিকালের দিকে এক মিনি ট্রাক ভর্তি গম রাজশাহী জেলখানা থেকে নিয়ে এসে মোহনপুরের কেশরহাট পৌরসভায় দোকানে বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ যেয়ে হাতেনাতে মালামাল ভর্তি মিনি ট্রাক সহ জব্দ করে মোহনপুর থানায় নিয়ে আসা হয়।এবং ট্রাক ড্রাইভারকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। সংবাদটি লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি।
এই বিষয়ে মোহনপুর থানা ইনচার্জ ওসি সেলিম বাদশাহ বলেন, ট্রাক সহ মালামাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩৯ বার ভিউ হয়েছে
0Shares