শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিআরটিএ’র জেলা কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। এর আগে এ দিন জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমনের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares