বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরে হিরোইন সহ দৌলতপুরের হাবিল আটক

মেহেরপুরে হিরোইন সহ দৌলতপুরের হাবিল আটক

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে র‍্যাবের অভিযানে হেরোইনসহ হাবিল ফরাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হাবিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোলদিয়া গ্রামের মৃত সলিম ফরাজীর ছেলে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের চৌরাস্তা (পাকুড়তলা) মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের (গাংনীস্থ) সদস্যরা তাকে আটক করে। ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে হাবিল ফরাজীকে আটক করে। র‍্যাব-১২ গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা চৌরাস্তা মোড় সংলগ্ন আজিম উদ্দীনের ইটভাটার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানে হাবিল ফরাজী নামের একজনকে ৭ গ্রাম হেরোইনসহ আটক করা হয় । এ সময় তার কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত হাবিল ফরাজীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

১১৩ বার ভিউ হয়েছে
0Shares