শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিলেটে যুবলীগ কর্মী খুনের ঘটনায় রাতে মামলা, ৩ জনের নামোল্লেখসহ আসামী ৬

সিলেটে যুবলীগ কর্মী খুনের ঘটনায় রাতে মামলা, ৩ জনের নামোল্লেখসহ আসামী ৬

সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে তাজেল আহমদ (১৯) নামের এক যুবলীগ কর্মী হত্যার দুদিন পর অর্থাৎ শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদি হয়ে ৩ জনের নামোল্লেখ করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
ঘটনার সময় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS