বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফটিকছড়ীতে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র খাদ্য সামগ্রী বিতরন

ফটিকছড়ীতে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র খাদ্য সামগ্রী বিতরন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ আন্তর্জাতিক সেবা সংগঠন ‘লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’ ক্লাবের সেবা মাস আক্টোবরের ব্যস্ত কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম উত্তর জেলার ফটিকছড়ি উপজেলার ৩ টি মাদ্রাসা ও এতিমখানায় এবং একটি ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনসাধারনের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরন করেছে।
২১ অক্টোবর’২৩ ইং শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র একটি শীর্ষ স্থানীয় টীম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এসব মাদ্রাসা ও দরিদ্র জনগোস্টির মাঝে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। কসমো ভ্যালী ক্লাব সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক ৩১৫বি-৪, বাংলাদেশ এর আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন, ডিষ্ট্রিক  রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ খোরশেদ আলম, লায়ন হুমায়ূন কবির, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ নেজাম উদ্দীন, লায়ন নজরুল ইসলাম, নবাগত সদস্য লায়ন মোঃ সাইফুদ্দিন, লায়ন রেজাউল আজিজ রেজা।
যেসব মাদ্রাসা, এতিমখানা ও জনগনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় সেগুলো হচ্ছে, যথাক্রমে ১) আল-জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, আজাদী বাজার, ধর্মপুর, ২) কেপাইতনগর মনিরুল উলুম দাখিল মাদ্রাসা,হেফজ ও এতিমখানা, ৩) জামিয়া ইসলামিয়া আজিজিয়া ফাতেমাতুজ জোহরা মাদরাসা,হেফজ ও এতিমখানা এবং ৪) ফটিকছড়ির চারালিয়া হাট এলাকার সুবিধা বঞ্চিত জনগন।
প্রধান অথিতির বক্তব্যে আইপিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল সারাবিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও সহযোগীতায় সারা দুনিয়ায় সবসময় কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়ে বলেন, লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী ক্লাবের সেবা মাস অক্টোবরে প্রায় প্রতিদিন বিভিন্ন সর্বসাধারনের চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, সাইল্ড ক্যান্সার, ডেঙ্গু সতর্কতা ও সুবিধা বঞ্চিত জনসাধারনের মাঝে শুকনা খাদ্য বিতরনের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ব্যস্ত সময় পার করছে। তিনি লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট, সাধারন সম্পাদক সহ ক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান, এবং আগামীতেও সেবামুলক এ কর্মসুচী অব্যাহত রাখার পরামর্শ দেন।
খাদ্য বিতরনের সময় স্ব স্ব এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ছাত্র সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS