বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের লালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

নাটোরের লালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী এবং উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পরিবার ও এলাকাবাসী জানায়, ওই শিক্ষিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার ভোরে তিনি সেখানে মারা যান। তার মৃত্যুতে লালপুর উপজেলা নিবার্হী অফিসার শামীমা সুলতানা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী সহ উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হেসেন গভীর শোক প্রকাশ করেছেন। এতে তার পরিবার স্বজন ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS